শুক্রবার, ৭ আগস্ট, ২০২০

আত্ম-স্বাধীনতা

কতটা আত্মপ্রকাশের স্বাধীনতা পেলে 

বলা যায় আমরা বর্বর!

কতটা সকল প্রচলিত ঋজুতার

বিপরীতে বেঁকে গেলে 

বলতে পারি আমরা আধুনিক!

কতটা প্রথাহীন হব বলে

পুরনো শেকড় উপড়ে ফেলা যায়!

কতটা অস্বাভাবিকতাকে অভিনবত্ব বলে

প্রতিদিন প্রতিনিয়ত প্রবিষ্ট করা অন্তরাত্মায়—

এভাবে আর কতটা দিন...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...