মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১

চিঠি দিলে ফেরত আসে


বহুদিন আমার সহিত ঈশ্বরের আলাপ নাই,
চিঠি দিলে ফেরত আসে,
দামিনী-দরশনে দলবদ্ধ শ্বেত সারসের মত
ত্রস্ত ব্যাকুল আকাশে,
তারা ফেরে।
সে ঈশ্বরের দূরাভাষ যন্ত্রটি বুঝি বিকল হল,
ও দেশে সারানোর মিস্ত্রী কোথা পাবে!
আমার শতাধিক প্রচেষ্টা বিফলে গেল,
এমনি আরও সহস্র বিফলে যাবে-
এই ভেবে আমি ক্ষান্তি দিলাম,
শান্তিতে আপনারে
রাখি বেঁধে, বাতায়নের খিড়কি এঁটে ঘরে
বসন্ত ফুয়ায় দেখি, গ্রীষ্মে যদি রৌদ্রদগ্ধ হয়
যদি আমাকেই মনে পড়ে!
চিঠি দিলে ফেরত আসে,
দামিনী-দরশনে দলবদ্ধ শ্বেত সারসের মত
ত্রস্ত ব্যাকুল আকাশে,
তারা ফেরে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...