মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১

পথের দিশা

 

এমনি কত চৈত্র যাবে,

আঁধার রাতে ঘুমের ঘোরে চিটচিটে ঘাম স্বপ্ন-ভিজে,

রৌদ্রকাতর আঁখির কোনে মরণপণে বর্ষা ডেকে,

মনের ঘরের কবাট খুলে, মাদুর বিছাই দহলিজে,

জলসা হবে বাদল-রাগে; ঝলসে উঠে ঝরার আগে

সূর্য্যমুখীর আত্মাভিমান দাঁড়িয়ে যেমন সটান হয়ে,

আরও অনেক বোশেখ হবে, আরও খরার কষ্ট স’য়ে

তেমনি ভাবে; স্মৃতিমেদুর পাঁজরজুড়ে চিত্র এঁকে

ফেলে আসা কতক পথের শতেক ধরণ পথের-কাঁটার,

আমিও যাব, তুমিও যাবে, কথার জোরে কথা-কাটার

দিন ফুরাবে, সব ফুরাবে, ফুড়ুৎ করেই, টের পাবে না,

কোথায় যাব, কোন সে পথে, দিশা যে তার কেউ জানে না!


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...