শনিবার, ২০ মার্চ, ২০২১

আজ গান হোক

 

পৃথিবী নেমেছে যুদ্ধে,

শান্তিবারতা বিষম খেয়েছে, খ্রীষ্ট অথবা বুদ্ধে

আস্থা গিয়েছে ডুবে, তবু তার মাঝে আজ গান হোক,

দূরের আকাশে গুমরে মরুক, মানুষের কিছু দুরারোগ!

 

দুর্বার বেগে দৃষ্টি ছেয়েছে ধুলোঝড়,

হৃদয়ে হৃদয়ে খঞ্জর বাজে ঝনঝন, রক্তপ্রবাহ নির্ঝর

জনপদে জনপদে, উঠেছে দেয়াল; শক্ত-চোয়াল

শোণিত-পিপাসু দম্ভ-দর্প-মদে, কারো ক্রন্দনে নেই শোক!

স্তব্ধ বীণার ঘুম না ভাঙুক, তবু তার মাঝে আজ গান হোক!

 

প্রস্তরময় হৃদয়পিণ্ড, নেই কোন অলিন্দ খোলা,

অরিদলে ঘেরে মনের উঠান, ঘরে ফেরে নারে পথভোলা।

মত্ত-অশ্ব-খুরঘায়ে ঝরে পথস্রোতে জাগা বনফুল,

শান্ত নদীর ঘুম-ভাঙা ক্ষুধা গ্রাস করে নেয় দু’টি কূল!

এত ক্রন্দন, এত হিংস্রতা, জানি বিশ্বজননী বাড়াবে কোক,

দুরাশা মরেছে তিলেতিলে, তবু এই ভেবে আজ গান হোক!


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...