দূরে যা’রে মনসিজ,
মনসরোজে মা’রে রাখি,
ও মন, ভৃঙ্গ হয়ে
পদযুগে, স্নেহামৃত অঙ্গে মাখি!
অঙ্গার এই অস্থি-মজ্জা,
আবরণ তায় মায়া-সজ্জা,
অন্তে যার ক্রোড়ে
শয্যা, পরাণ ভরে তারে ডাকি!
বৃথা কথার কলরোলে,
আমার আয়ুসূর্য গেছে ঢলে,
আর কতই বা কথার
ছলে, শাক দিয়ে গো মাছ ঢাকি?
বিশাখের এই দুখ
মনে, আমি একেলা নেমেছি রণে
ছয়-ছ’টা কপট সনে,
আমার জেতা এই জনমে বাকী!
৯/৩/২০২১
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন