ধর্মটি আফিম বলে ছুঁই না
দাদা!
তবে মাইরি, গাঁজা আমি রোজ
খাই,
শালুর মত রাঙা চক্ষু হয়ে,
ঢুলুঢুলু, লেনিনীয় ছিলিমে পুরে
সস্তা বিপ্লব, বুক ভরে অগস্ত্যের
মত গিলে নিই
কয়েক দমে, নিত্য, হরদম!
দাদা, ধাঁধায় পড়েছি বড়, ভোটের
গরমি এলো,
তাতে চৈত্রমাস, ফুরফুরা বাতাস,
উরি(ব্বাস), জোটে গাঁট বেঁধেও
দেখি গায়ে ফোস্কা পড়ে!
প্রোলেতারিয়েতের দল প্রেতের
মত আসে রামের ধ্বজাতলে,
কাস্তে দিয়ে জোড়াফুল কাটতে
যাই, অমনি হাতুড়ি নড়ে
নিজেরই মাথার ওপর, নিজেরই
কর্মফলে;
তবু যতই নীরেট হোক না কেন,
মাথা তো নিজেরই
তাই দাদা রয়ে সয়ে থাকি,
আর কাকে কি যে বলি, কার যে
কি বোঝার বাকী,
খোদা মালুম!
রক্কে করো মার্ক্সেশ্বর,
আস্ত স্তালিন গোটা-দশ ভোদকা
বোতলে ভরে আধা-রুশ,
সেঁজে যাব, ভারতাত্মার নিত্য
শ্রাদ্ধ সেরে দিলখুশ
যতই হই না আর, সব্বাই টের
পেয়ে গেছে!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন