সোমবার, ১৭ জানুয়ারি, ২০২২

যদি কোন নাবিক দাঁড়ায়

 

যদিচ প্রাণখুলে করি না বিশ্বাস

কতক কিতাব-পাতা, ইষ্টক-ইমারত মধ্যে

অবিকার পাষাণ গম্ভীর; তবু মানুষে ভরসা করি

কখনো স্বভাব প্রবলতায়, একি ঘোর মহাপাপ

ধরি গান, কে যেন নিঠুর বধির।

 

ডিঙিয়ে যাই গিরিশৃঙ্গ-প্রমাণ-ঢেউ জুগুপ্সার,

জিঘাংসার, বেদনার; তবু আহত জিজীবিষা

কম্পিত দখিন-বাহু সামনে বাড়ায়

যদি পাই ভাসার সাম্পান, আশার তলস্রোতে,

যদি কোন নাবিক দাঁড়ায়

পথ ভুলে, তীরে যেতে।

 

 

 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আমায় তুমি করছ আড়াল

  আমায় তুমি করছ আড়াল আঁচল ছায়ে তোমার কোলে, আমি বড়ই অধীর বাইরে যেতে বড়ই  ব্যাকুল, দুষ্ট ছেলে! বিশ্বভুবন দিচ্ছে সাড়া- 'ও তুই চোখ খুলে...