কোরোনাময় এ সংসারে ষণ্ডামি আর কোরো
না,
যথা তথা ঘোরো ফেরো, মাস্ক কেন পড়
না?
পেয়ে তুমি দুটো ডোজ, রেস্তোরাতে গেলে
রোজ,
করে কত ভুরিভোজ, বাড়ালে ভুরি খানা!
অবশেষে বাপধন, পেলে বটে ওমিক্রন,
গাঁটে গাঁটে সংক্রমণ, কলকব্জা তো
নড়ে না!
সাহানা – ঝাঁপতাল।
যা মনে আসে লিখি। ভাল লাগলেও লিখি, না লাগলেও লিখি। কারো ভাল লাগা না লাগার ওপর আমার কোন ঔৎসুক্য বা অভিমান নেই!
বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন