শনিবার, ৮ জানুয়ারি, ২০২২

ওমিক্রন গান

 

কোরোনাময় এ সংসারে ষণ্ডামি আর কোরো না,

যথা তথা ঘোরো ফেরো, মাস্ক কেন পড় না?

 

পেয়ে তুমি দুটো ডোজ, রেস্তোরাতে গেলে রোজ,

করে কত ভুরিভোজ, বাড়ালে ভুরি খানা!

 

অবশেষে বাপধন, পেলে বটে ওমিক্রন,

গাঁটে গাঁটে সংক্রমণ, কলকব্জা তো নড়ে না!

 

সাহানা ঝাঁপতাল।

 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আমায় তুমি করছ আড়াল

  আমায় তুমি করছ আড়াল আঁচল ছায়ে তোমার কোলে, আমি বড়ই অধীর বাইরে যেতে বড়ই  ব্যাকুল, দুষ্ট ছেলে! বিশ্বভুবন দিচ্ছে সাড়া- 'ও তুই চোখ খুলে...