সুলগ্না,
এ সুর বিষ্টিভদ্রা, এ নিষাদে বিষশর
লাগে,
পঞ্চমে মুচড়ে ভাঙে ক’খানা পাঁজর,
মীড়ে জাগে—
বিষ্টব্ধ শ্রুতির কোলাহল, তুমি গাও
কেন?
পৃথিবীর বুকে পেতে কান,
শোন, যদি জেনেছ তোমারও আছে কোটরে
বাঁধা প্রাণ—
ভ্রমর, গুঞ্জে মরা সাধের পাখা, জীবনোপাখ্যান—
ব্যক্ত করার; দেখ পৃথিবীর মর্মে—
বাজে কি অমন গান।
তুমি না জেনে গাইবে কেন?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন