ধর, তবু যদি বলি আর ক’টা দিন থাকো,
যদিও তরণী তীর হতে ধীরে সরে যায়।
ফিরবার তাড়া আমারও আছে তো মনে,
জানি এসেছি যখন ফেরারও রয়েছে দায়।
তাই ঘাটে ঘাটে আমি গড়েছি কতক ডেরা,
ডাক যদি আসে, দেরী কি আমারও ফেরা?
বিদেহী গো, ভাল থেকো।
যা মনে আসে লিখি। ভাল লাগলেও লিখি, না লাগলেও লিখি। কারো ভাল লাগা না লাগার ওপর আমার কোন ঔৎসুক্য বা অভিমান নেই!
আমায় তুমি করছ আড়াল আঁচল ছায়ে তোমার কোলে, আমি বড়ই অধীর বাইরে যেতে বড়ই ব্যাকুল, দুষ্ট ছেলে! বিশ্বভুবন দিচ্ছে সাড়া- 'ও তুই চোখ খুলে...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন