বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২

'আমি'

 

হঠাৎই থেমে গেছি।

মাথার ভেতর পেঁচিয়ে যাচ্ছিলাম যেন,

যেন ধোঁয়ার মতন মিলিয়ে যাচ্ছি কোথাও।

 

চোখের কোটরে নেমে এলে রাত হাতড়ে বেড়াই

কবিতার বোবা স্বর, বিকট শূন্য অন্ধ প্রহর

যেন আমি ভিনগ্রহে আছি; কেউ নেই,

এখানে কেউ নেই,

আমি ছাড়া।

 

দু’শো পাঁচশো মশা ঢুকেছে ঘরে।

চাদরে লেপ্টে গেছে রক্তের দাগ, চামড়া ফুঁড়ে

খুঁজেছে হৃদয়, ওখানে কেউ নেই,

একদম কেউ নেই,

‘আমি’ ছাড়া।

 

কি এক প্রকাণ্ড ‘আমি’!

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...