বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি, ২০২২

আমারে কি মনে পরে?

 

সাড়ে বারো হাত নিষাদিত-ঋষভ মিশে ঋদ্ধ আকাশ

নৈঋত আড়াল রাত, ঠেকেছে আড়া-ঠেকা-মেঘ-স্বন।

ফেরারি স্বপন ঘোরে বক্রতানে, একদা সেতারে ইমন

কল্যাণ-অকল্যাণে, অমৃত-গরল-গানে, বিষাদ নিশ্বাস

মৃদুপদ ফেলে প্রলম্বিত হয়, হৃদয়-অলিন্দে ধীর লয়ে।

 

অধীর-অবিরত-অরতি-নির্মম অসহ ঘন সান্ধ্য-তিমির,

গবাক্ষ-গোচর-চন্দ্রে মুরজ-মন্দ্র ভাসে, ক্রন্দসীর তীর

জোয়ারে যায় ভরে

 

আমারে কি মনে পরে?

 

 

1 টি মন্তব্য:

  1. এই মন্তব্যটি একটি ব্লগ প্রশাসক দ্বারা মুছে ফেলা হয়েছে।

    উত্তরমুছুন

আমায় তুমি করছ আড়াল

  আমায় তুমি করছ আড়াল আঁচল ছায়ে তোমার কোলে, আমি বড়ই অধীর বাইরে যেতে বড়ই  ব্যাকুল, দুষ্ট ছেলে! বিশ্বভুবন দিচ্ছে সাড়া- 'ও তুই চোখ খুলে...