ভেসে ভেসে শেষে তোর পায়ে মাগো ঠেকেছি,
মুখ তুলে চেয়ে 'মা' বলে আমি ডেকেছি।
আমারে নিবিনে কোলে, ওমা বিপথে চলেছি বলে?
যদি মায়ার ভুবনে অযথা যতনে ধুলোকাদা আমি মেখেছি?
আমি এমনি কি ভেসে যাব?
নিঠুর নিয়তি- নিয়ত নিয়র টানে,
আমি মধু ভ্রমে বিষ খাব?
ওমা তন্দ্রার ঘোরে স্বপনে, দেখি ঘিরেছে আঁধার তপনে,
আমি কোথা যাই, আমি যে সদাই, ভয়ে ভয়ে ক্ষয়ে যেতেছি!
_____
সুর হবে পরে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন