মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারি, ২০২২

কি সুখে খেলিব খেলা?

 

সকলে করেছে যদি পতিতেরে অবহেলা
তা বলে তুমিও দেবে তনয়েরে পায়ে ঠেলা?
শতজনে টানে পিছে, শত রঙে কহে মিছে,
আমি বুকে বেঁধে শত ক্ষত বসে আছি, কাটে বেলা!
তুমিও নিদয়া হলে, আর কে বা রাখে কোলে,
তবে এবারে মা যাব চলে, কি সুখে খেলিব খেলা?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আমায় তুমি করছ আড়াল

  আমায় তুমি করছ আড়াল আঁচল ছায়ে তোমার কোলে, আমি বড়ই অধীর বাইরে যেতে বড়ই  ব্যাকুল, দুষ্ট ছেলে! বিশ্বভুবন দিচ্ছে সাড়া- 'ও তুই চোখ খুলে...