সকলে করেছে যদি পতিতেরে অবহেলা
তা বলে তুমিও দেবে তনয়েরে পায়ে ঠেলা?
শতজনে টানে পিছে, শত রঙে কহে মিছে,
আমি বুকে বেঁধে শত ক্ষত বসে আছি, কাটে বেলা!
তুমিও নিদয়া হলে, আর কে বা রাখে কোলে,
তবে এবারে মা যাব চলে, কি সুখে খেলিব খেলা?
যা মনে আসে লিখি। ভাল লাগলেও লিখি, না লাগলেও লিখি। কারো ভাল লাগা না লাগার ওপর আমার কোন ঔৎসুক্য বা অভিমান নেই!
বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন