বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২

ভুল

 

ভুল করে ফিরে দেখি

ভুল কত আজ ছেয়ে গেছে ফুলে ফুলে।

স্মৃতির পাপড়ি বেলায় শুকালো

একে একে ঝরে ধুলে।

 

নদীতীরে আজও তেমনই বাতাস,

ফেলে আসা দেশে তেমনই আকাশ,

বাঁধা পাঁজরের গহীন অতলে

সুর ওঠে দুলে দুলে।

 

এ দেশে এখন ফাগুনের আনাগোনা,

আনমনে বসে পুষ্পকুঞ্জে মধুপের গান শোনা,

হঠাৎ জানিনে অসময়ে কেন-

মেঘ আসে খোঁপা খুলে।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...