সোমবার, ২১ ফেব্রুয়ারি, ২০২২

এবারে একটা যুদ্ধ

 

তবে শান্তির পথে আঁধার নেমেছে, আঁখি মুদেছেন বুদ্ধ,

এবারে একটা যুদ্ধ!

দামামা বেজেছে, রথীরা সেজেছে, বাজে শাঁখ, বাজে তূর্য,

ধুলায় ছেয়েছে সূর্য

অশ্বখুরের দমকে; কৃপাণে বিজুলি চমকে

কালভৈরব যেন দক্ষভবনে তাণ্ডব নাচে ক্রুদ্ধ

এবারে ভীষণ যুদ্ধ!

 

 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আমায় তুমি করছ আড়াল

  আমায় তুমি করছ আড়াল আঁচল ছায়ে তোমার কোলে, আমি বড়ই অধীর বাইরে যেতে বড়ই  ব্যাকুল, দুষ্ট ছেলে! বিশ্বভুবন দিচ্ছে সাড়া- 'ও তুই চোখ খুলে...