তবে শান্তির পথে আঁধার নেমেছে, আঁখি মুদেছেন বুদ্ধ,
এবারে একটা যুদ্ধ!
দামামা বেজেছে, রথীরা সেজেছে, বাজে শাঁখ, বাজে তূর্য,
ধুলায় ছেয়েছে সূর্য—
অশ্বখুরের দমকে; কৃপাণে বিজুলি চমকে—
কালভৈরব যেন দক্ষভবনে তাণ্ডব নাচে ক্রুদ্ধ—
এবারে ভীষণ যুদ্ধ!
যা মনে আসে লিখি। ভাল লাগলেও লিখি, না লাগলেও লিখি। কারো ভাল লাগা না লাগার ওপর আমার কোন ঔৎসুক্য বা অভিমান নেই!
বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন