কি মায়া রচিলে নয়নসলিলে পলে পলে হের
ভাসি
মাগো দেখা নাহি দিলে, ভ্রমিয়া নিখিলে,
নিতি আমি ফিরে আসি—
তব পদতলে; নাও যদি কোলে, শতবার আশা
করি
ভুলে কোটি মোহে, অন্তরদাহে, সকাতরে
কেঁদে মরি।
মধুময় যত প্রেমের মাল্য, ক্রমশ হয়েছে
ফাঁসি!
কি মায়া রচিলে নয়নসলিলে পলে পলে হের
ভাসি।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন