রবিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২২

দয়ার দান

 

সাধে কি মরতধামে মধুভ্রমে বিষপান?

শীতল বারিধিকূলে এ হেন অনলস্নান?

 

কি সাধে গলাতে পড়ি নিদয় কণ্টকহার?

ত্যজিয়া চন্দন-লেপ, গায়ে মাখি অঙ্গার?

 

ভুলিয়া সুখের গীতি সাধি গো ব্যথার তান,

এ ব্যথা প্রেমের ছলে তোমারি দয়ার দান!

 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আমায় তুমি করছ আড়াল

  আমায় তুমি করছ আড়াল আঁচল ছায়ে তোমার কোলে, আমি বড়ই অধীর বাইরে যেতে বড়ই  ব্যাকুল, দুষ্ট ছেলে! বিশ্বভুবন দিচ্ছে সাড়া- 'ও তুই চোখ খুলে...