সাধে কি মরতধামে মধুভ্রমে বিষপান?
শীতল বারিধিকূলে এ হেন অনলস্নান?
কি সাধে গলাতে পড়ি নিদয় কণ্টকহার?
ত্যজিয়া চন্দন-লেপ, গায়ে মাখি অঙ্গার?
ভুলিয়া সুখের গীতি সাধি গো ব্যথার
তান,
এ ব্যথা প্রেমের ছলে তোমারি দয়ার
দান!
যা মনে আসে লিখি। ভাল লাগলেও লিখি, না লাগলেও লিখি। কারো ভাল লাগা না লাগার ওপর আমার কোন ঔৎসুক্য বা অভিমান নেই!
বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন