শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২

এচ্চেয়ে ভাল দইভাত

 

বয়সের আগে বুড়ো হয়ে গেচি, সামনে নোচ্চে ক’খানা দাঁত!

হাড়গোড় আর চিবুতে পারিনে বন্ধু, কপালে দুবেলা দইভাত!

 

দেকি আলেয়ার মত কাতলা কালিয়া দূর থেকে দ্যায় হাতছানি

গ্যাস্ট্রিকে ভুগি, তেলঝালে মানা; পেটে গেলে পিলে পোড়ানি!

 

আহা ইদিকে আবার আছে মধুমেহ, রসগোল্লাটা চিপে খাই;

তবু একবার যদি দ্যাকেচে গিন্নি, জানি ত্রিভুবনে কেহ নাই

 

বাঁচাতে আমারে; নুকোবো কোতায়- ভেবে হই আমি কুপোকাৎ!

অসম সমরে মরে যাব নাকি দাদা? থাক এচ্চেয়ে ভাল দইভাত!

 

 

 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...