শুক্রবার, ৪ ফেব্রুয়ারি, ২০২২

ঢেউয়ের ভাঙন গোনা

 

অমন করে আর ঝরে না শেষ বিকেলের সোনা,
আমার এখন ঘাটে বসে ঢেউয়ের ভাঙন গোনা।
ফুলের মতন ঘুম ছুটিয়ে,
মায়ের কোলে যাই লুটিয়ে,
ছোট্ট বুকের কাঁপন ধরে সুরের খেলনা বোনা;
এখন আমার ঘাটে বসে ঢেউয়ের ভাঙন গোনা!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আমায় তুমি করছ আড়াল

  আমায় তুমি করছ আড়াল আঁচল ছায়ে তোমার কোলে, আমি বড়ই অধীর বাইরে যেতে বড়ই  ব্যাকুল, দুষ্ট ছেলে! বিশ্বভুবন দিচ্ছে সাড়া- 'ও তুই চোখ খুলে...