রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২

কে করিবে ত্রাণ?

 

না চিনি নক্ষত্র, না জানি তিথি,

না জানি পূজন, লোকাচার-রীতি;

যেমতি রাখিলে, রয়েছি সেমতি,

চারুপদে রতি, নিতি গাহি গান!

কি বা মন্তরে, জানিব মা তোরে

ওমা চিন্তিয়া মরে বিশাখের প্রাণ!

 

কেহ কেহ কহে তন্ত্রে আছে লেখা,

সাধিলে এ মন্ত্র তবে পাব দেখা,

আর কেহ বলে, ললাটের লেখা

লীলাময়ী লীলা যেভাবে রটান!

 

আমি কোথা যাব? আমার কি বিধি?

কি করি সাধনা? কি বিচারে সাধি?

মাগো তোমারে দিয়াছি ভার নিরবধি

তুমি মারো যদি, কে করিবে ত্রাণ?

 

 

 

 

 

 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...