বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২২

বিশাখে কালিকার বেটা


কারা কারা নাম দিয়েছে
বিশাখে কালিকার বেটা
দুখ আর বুঝাব কারে,
এমন দুখ বুঝবে কেটা?
ভাবের দেশে নিত্য চুরি,
সুর বাঁধি সে মিছরি-ছুরি
ওমা পায়ে সেধে মায়ার ডুরি,
এ যে অঙ্কে বসে পঙ্ক-ঘাঁটা!

ত্যাজে আছি নিত্যধনে,
ওগো আনন্দে আপন মনে,
মোহ-অন্ধ এই ভুবনে—
দ্বারে আমার খিল যে আঁটা!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আমায় তুমি করছ আড়াল

  আমায় তুমি করছ আড়াল আঁচল ছায়ে তোমার কোলে, আমি বড়ই অধীর বাইরে যেতে বড়ই  ব্যাকুল, দুষ্ট ছেলে! বিশ্বভুবন দিচ্ছে সাড়া- 'ও তুই চোখ খুলে...