বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২

বিশাখে কালিকার বেটা


কারা কারা নাম দিয়েছে
বিশাখে কালিকার বেটা
দুখ আর বুঝাব কারে,
এমন দুখ বুঝবে কেটা?
ভাবের দেশে নিত্য চুরি,
সুর বাঁধি সে মিছরি-ছুরি
ওমা পায়ে সেধে মায়ার ডুরি,
এ যে অঙ্কে বসে পঙ্ক-ঘাঁটা!

ত্যাজে আছি নিত্যধনে,
ওগো আনন্দে আপন মনে,
মোহ-অন্ধ এই ভুবনে—
দ্বারে আমার খিল যে আঁটা!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...