সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২

আমি গর্বিত

 

যেদিন 'ভাত খেতে' গিয়ে 'লাঞ্চ সেরে আসি' বলতে পারলুম-
বুঝলুম আমি ঠারেঠোরে বাঙালি হয়ে গেছি!
ক্রমশ প্রণয়িনী 'গার্লফ্রেণ্ড' হয়ে ওঠে।
নিয়ত আমার আধেক বুলি, প্রেমে বা অপ্রেমে বিদেশ ঘুরে আসে।
আমি একটি বাক্যে দশবার বিদেশে যাই!
আমার খিস্তি বদলে গেছে অ্যাদ্দিনে!
'কুত্তার বাচ্চা' ভুলে যেদিন 'সান অফ অ্যা বিচ' বললুম-
আমি দেখলুম, আমার ভেতরে বাঙালির শেকড় -
কুকুরের লেজের মতন বাঁকিয়ে উঠছে!
এতে আমার একচুল আক্ষেপ নেই। আমি গর্বিত!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...