বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২

আশা ছিল

আমি ভেবেছিলাম যে কখনো কবি হবে
সে এখন খবর হয়ে ছেপে গেছে সস্তা বাজারে।
আশা ছিল যে হবে কবিতা কোনদিন
সে কেন ফেলে দেয়া ছিন্ন চিরকুট হয়ে যায়?

বাসনা ছিল যা দেখব একান্তে ফুটেছে ফুল হয়ে,
এখনো সে অঙ্কুরে আছে, মাটির তলায়;
একদিন অন্ধকার গর্ভ ছেড়ে যদি ওঠে ও বিস্ময়ে
আমি কি অদম্য আশায় তাই রাত্রি সেধেছি,
গুনেছি তারা রাত্রির গায়, পাছে ঘুম পায় এই ভয়ে।

ভেবেছিলাম যে কখনো আলো হবে
প্রলয় শেষের তমসা ভেদে, আদি আদিত্যের মত,
সে যেন জন্মেই নিভে গেল দুপ করে। 
শত বেদনা-প্রহত মরমে যে ভরসার নীড়ে 
তবু চেয়েছি আশ্রয়, সেও যেন ভেঙেছে ঝড়ে;
তারপরও আশার হল না ক্ষয়। 

মনে হত একদিন যে গুনগুন গীতিকা হয়ত হবে,
আজ দেখি সে হারিয়েছে সুরের সকল স্বর! 
সমগ্র প্রত্যাশা প্রতিবাদী হবে, ছিলই অজানা বটে,
জানতে হয়েছে পার দু কোটি বছর!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...