পদে প্রলয় প্রসারি চলে ধনী দিঙমণ্ডল
ছায় চিকুরজাল!
করে কপাল-খড়গধারিণী, তালে দোলে তালে
মুণ্ডমাল!
ঘোররবা অতি করালবদনা তারা বিগতাম্বরা
রুধির গায়,
নৃত্যের তালে নাশে দানাদলে, হেরে
নটরাজ মুরছা যায়—
বক্ষে ধরেছে মোক্ষের ধন; আরূঢ়া শকতি,
আসন কাল—
বন্দনা গাহে প্রেত অগণন, তালে তালে
দোলে মুণ্ডমাল!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন