কেমন এক নিরালম্ব শূন্যতায় মিলিয়ে
যাই ক্রমশ তলে তলে।
গণ্ডুষে গিলেছি প্রত্যুষার আলো শেষবারের
মতন যেন,
তারপর কড়জোড়ে দিয়েছি ডুব—
তমসার অন্তরালে,
সমস্ত চুপ।
এখন অর্বুদ ভীতিপ্রদ অশনি সংকেত যেন
সরোদের তারে-
ঘা মেরে যায় ঘুমিয়ে গেলে শ্রান্ত
হৃদয়।
হতাশা জাগে, দৈন্যতা বক্ষপিঞ্জরে
ঘুনে পোকার শব্দ তোলে,
তন্দ্রাহত কাঁপা বুকে বেদনা-উদয়—
যেন অবিশ্রান্ত রাগিনী-রাগে
অনুরণিত হয়।
যেমনটি হবার ছিল,
যেন তেমনটি নয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন