শনিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২২

জেগে আছি

 

‘ব্রহ্মার একদিন’ ঘুম বাকী আমার চোখে।

রাত যায় আরও বিগত রাতের মত

মাটির ধরণী ছেড়ে আলোকের লোকে।

 

এ দিকে আরো বিস্তীর্ণ হয়েছে কারো তমসার ঘের,

ব্যাথার শৃঙ্খল আরো গভীরে সংহত।

উদাসীর নৈঃশব্দ ভেদে জাগে পাড় ভাঙনের

ঢেউ আসে কদাচিৎ, ঘর-দোর যত

ভেসে গেল চোখের পলকে।

 

জেগে আছি।

এক কল্প ঘুম বাকী একাকীর চোখে!

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আমায় তুমি করছ আড়াল

  আমায় তুমি করছ আড়াল আঁচল ছায়ে তোমার কোলে, আমি বড়ই অধীর বাইরে যেতে বড়ই  ব্যাকুল, দুষ্ট ছেলে! বিশ্বভুবন দিচ্ছে সাড়া- 'ও তুই চোখ খুলে...