শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

গাজন

 


তোরা ভাই নাচবি কত শিবের গাজন খড়্গ তুলে?
ঈশাণ কোনে মেঘ জমেছে, ঝড় জেগেছে পথের ধুলে!
সঙ সাজনের শস্ত্র পূজায় উর্দ্ধে তুলে মড়ার খুলি!
মদ-মাতালের মচ্ছবে ভাই ক্ষাত্র গেল জলাঞ্জলি!
যত দানার দলে দিচ্ছে হানা ভাঙছেরে দেখ ঘরের খুঁটি!
বোনের আঁচল অরক্ষিত, ধরছে মায়ের চুলের মুঠি!
তোরা ভাই বেহুঁশ বড়ই, লাথ খেয়ে জাত গেছিস ভুলে!
লাশের মতন ভাসবি কেবল এ কূল হতে অন্য কূলে! 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আমায় তুমি করছ আড়াল

  আমায় তুমি করছ আড়াল আঁচল ছায়ে তোমার কোলে, আমি বড়ই অধীর বাইরে যেতে বড়ই  ব্যাকুল, দুষ্ট ছেলে! বিশ্বভুবন দিচ্ছে সাড়া- 'ও তুই চোখ খুলে...