শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

বিকট বিপদ

 


তোমাদের চোখে ঘুম লেগে গেছে। 

নলখাগড়ার ওপাড়ে কিছু শেয়ালের চোখ জ্বলে। 

আমি স্পষ্ট দেখতে পারি। 

বাঘের ভয় ডিঙিয়ে বটে, অদ্য শেয়ালের ডেরায়- 

যত অবিমৃষ্যকারী-  দিব্যি শুয়ে আছ সদলবলে-

মেয়ে-মদ্দ, বলি হারি! তাও এ সংকটে? 


দ্যাখো, মশালে তেল ফুরালো বলে! 

নিত্য আত্ম-কোন্দলে ক্লান্ত দেহ নড়ে না আর। 

অবহেলে শ্বাপদ-সংকুলে- 

এদিকে সুর্য গেল ডুবে। চৌদিকে মস্ত আঁধার- 

পছিমে-পুবে হা করে গিলতে বসেছে নিকট ভবিষ্যৎ;

চরাচরে পরাৎপর বিকট বিপদ!


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...