বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

এটাই কষ্ট

 

এত কিছু ঘটার পর,

এত সব দেখার পর, 

এত রক্ত ঝরার পর

যারা আজও চোখে বিষ্ঠা লেপে আছে- 

তারাও মানুষ! - এটাই কষ্ট! 


অন্ধও আঁচ করে সামনে বিপদ, 

বধির অধীর হয়ে থাকে যদি কিছু অস্পষ্ট শোনে,

তবু যারা সর্বার্থে সবলেন্দ্রিয় তারা ভাগাড়ে

মরা পশুর মতন কেন শুয়ে আছে? - এটাই কষ্ট! 


তারা কেন বলে না কিছুই, 

তারা কেন লেখে না কিছুই,

দেখে না কোন কিছুই যখন সত্য ন্যাংটো নাচে চোখের সামনে:

তার শিশ্ন উদ্যত মারণাস্ত্রের মত, সপাট, সঙিন-

অস্তিত্বের সকল রন্ধ্রে সে রেতঃপাত করে,

বিষের ফোয়ারা ছোটে, রক্তে রঙিন-

এরই মাঝে যারা গান্ধারীর সঙ ধরে- তারাও মানুষ- 

এটাই কষ্ট! 


এত নষ্টত্ব গ্রাস করার পর, 

এত ধ্বজভঙ্গ ক্লীবত্ব পেঁচিয়ে ধরার পর, 

প্রতিদিন তিলে তিলে মরার পর

আজও যারা মিথ্যে বলে ললিতকলায় ভরে অষ্টপ্রহর

তারাও মানুষ- এরাও মানুষ- এও যে কষ্ট!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আমায় তুমি করছ আড়াল

  আমায় তুমি করছ আড়াল আঁচল ছায়ে তোমার কোলে, আমি বড়ই অধীর বাইরে যেতে বড়ই  ব্যাকুল, দুষ্ট ছেলে! বিশ্বভুবন দিচ্ছে সাড়া- 'ও তুই চোখ খুলে...