রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

তবুও থাকবে চুপ

 

তবে অধীর খেদিয়ে পাঠান আনলে 

বধির অবোধ নালায়েকদল! 

মুর্শিদ বাদে, মুরীদ আবাদে নাজেহাল,

বেসামাল নড়ে ধর্মের কল! 


আর কত বল পালিয়ে বেড়াবে

খাল-বিল-ঝিল ঝোপ-ঝাড় ছেড়ে 

এদিকে ওদিকে বেওকুফ? 

মসনদে যারে চড়িয়েছ মহাসুখে 

সে যদি করেছে শত খুন আরও মওকুফ

তবুও থাকবে চুপ?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...