সগুণা নির্গুণা তারা, মা, লীলাময়ী, হরদারা,
রে, ব্রহ্মরূপা পরাৎপরা, কালী, কালবারিণী।।
'ত্বয়ৈব ধার্যতে সর্বং ত্বয়ৈতৎ সৃজ্যতে জগৎ।’
জেনেছি মরতভূমে তুমি গো অক্ষয় সম্পদ!
তনয়ে তার গো শিবে, অশিবক্লেশহারিণী।।
রে, ব্রহ্মময়ী পরাৎপরা, কালী, কালবারিণী।।
বিপন্নে বিতর দয়া, গো জগন্মাতা, মহামায়া,
তাপিতে বিতর ছায়া, মাগো ভবার্ণবতারিণী।।
রে, ব্রহ্মময়ী পরাৎপরা, কালী, কালবারিণী।।
অনন্ত অসুখ-ক্লিষ্ট, ওরে বিশাখ নিরয়ে দৃষ্ট,
মা হয়ে কি অচেষ্ট! বলি অদৃষ্টরে দোষদুষ্ট!
কুপুত্রে জনম দিয়ে, গো ত্যাজিলে কি জননী?
রে, ব্রহ্মময়ী পরাৎপরা, কালী, কালবারিণী।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন