বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

বরষা সমাপনে

 

বরষা সমাপনে ব্যকুল মেনকা রাণী

কহিলা নগাধিরাজে "ভবনে ভবানী- 

আনিতে যাও ত্বরা।

ভাদর রৌদ্র সম তাপিত অন্তর মম

না দেখি তনয়ারে বরষ হল সারা,

নিভু নিভু আঁখিতারা! 

বলিবে পাষাণ শিবে, ত্রিদিবস তরে দিবে

গিরিজা তোমারে সঁপি। 

কহিয়ো ‘জননী তার, না পারে সহিতে আর-

কন্যা-অদর্শন, অহনিশি নাম জপি- 

উমা উমা উমা বলি ত্যাজিবে বিরস ধরা!’

গিরি আনিতে যাও ত্বরা!” 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আমায় তুমি করছ আড়াল

  আমায় তুমি করছ আড়াল আঁচল ছায়ে তোমার কোলে, আমি বড়ই অধীর বাইরে যেতে বড়ই  ব্যাকুল, দুষ্ট ছেলে! বিশ্বভুবন দিচ্ছে সাড়া- 'ও তুই চোখ খুলে...