কে বুঝিবে তারা তোমার ছলনা!
আচারে বিচারে কে পাবে তোমারে-
এ যে ভোলাতে আমারে তোমারই রটনা!
ডাকি গো তোমারে 'এসো বোসো যন্ত্রে'
হ্রীং ক্রীং আদি দেবভাষা মন্ত্রে,
তব শতেক বর্ণনা শতখানা তন্ত্রে;
অন্তে মাগো কিছু কাজে তো এলো না!
কে বুঝিবে তারা তোমার ছলনা!
ভাঙি গড়ি কত শব্দবন্ধ,
আড়ালে টানিল সুর তাল ছন্দ,
কিঞ্চিৎ মনে না হয়েছে সন্দ'
তুমি ফাঁকি দিলে ভাল, ও হরললনা!
বলি মা তোমারে 'ওমা ভবরাণী
পাষাণের মেয়ে হয়েছ পাষাণী,
নাম ধর বটে জগত জননী,
বলি বিশাখেরে মাগো অকুলে ফেলো না!
কে বুঝিবে তারা তোমার ছলনা!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন