শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

কাতর হয়েছি তারা

 



কাতর হয়েছি তারা তরিতে ভবসাগর
দেহতরী দিকহারা হেরিয়া পাথারে ঝড়!
জীর্ণ কাঠে তৈরি তরী, বসিলাম দাঁড় ধরি,
জয়দুর্গা নাম স্মরি, ত্বরাও মা সত্বর!
করাল তরঙ্গ ঘোরে কে আর রাখিবে মোরে,
কে বাঁধিবে বাহুডোরে, ভয়ে কাঁপে কলেবর!
একমাত্র নাম ধনে মনে করি ক্ষণে ক্ষণে
তারিণী কুসন্তানে কোলে নিয়ো অতঃপর!








কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আমায় তুমি করছ আড়াল

  আমায় তুমি করছ আড়াল আঁচল ছায়ে তোমার কোলে, আমি বড়ই অধীর বাইরে যেতে বড়ই  ব্যাকুল, দুষ্ট ছেলে! বিশ্বভুবন দিচ্ছে সাড়া- 'ও তুই চোখ খুলে...