রাত্রি নিবিড়, অতি গম্ভীর, বজ্র নিনাদে জাগে-
যোগিনী কোটি সঙ্গিনী সাথে মহিষদলনী তারা!
বর্মসজ্জা বাজে ঝনঝন, টঙ্কার শুনি, দামামা রণন;
করী-অরি ধরে গুরু-গরজন, দনুগণ ভয়ে সারা!
বরষামুখর জলসংকুল পথ- পূজারীর দল চলে,
নীলাব্জমালা সজ্জিত ডালা সযতনে তুলে শিরে;
গায় আগমনী দূরে বিহগিনী বিজন বিটপী ডালে,
মেঘস্বন ঐ প্রলয়ের লয়ে আঁধার রজনী ঘেরে!
ঐ দেখ, দেখ ঐ খড়্গধারিণী-হীরকখচিত মুকুটে
সূর্যকিরণ সুবর্ণরাঙা ঝলকে- তমসার ত্রাস নাশে;
‘মাভৈঃ মাভৈঃ’ চেয়ে দেখ ঐ জগত্তারিনী আসে!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন