দামিনী দমকত গরজত অতি ঘোর
সাবন রুত আয়ি বরসত চহু ঔর।।
রৈন নিঁদ নাহি, নৈন তরসত,
পিতম পরদেস, বিজুরি চমকত;
বিরহ পবন চলি, পাপিহা করত শোর।।
________
দেশে বাঁধব ভাবছি।
যা মনে আসে লিখি। ভাল লাগলেও লিখি, না লাগলেও লিখি। কারো ভাল লাগা না লাগার ওপর আমার কোন ঔৎসুক্য বা অভিমান নেই!
আমায় তুমি করছ আড়াল আঁচল ছায়ে তোমার কোলে, আমি বড়ই অধীর বাইরে যেতে বড়ই ব্যাকুল, দুষ্ট ছেলে! বিশ্বভুবন দিচ্ছে সাড়া- 'ও তুই চোখ খুলে...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন