পাষাণের কন্যা তুমি, পাষাণ তোমার হৃদি,
তোমার তনয় হয়ে কাঁদিতেছি নিরবধি।।
দিয়াছ ভবের খেলা, তাই লয়ে কাটে বেলা,
ভুলালি মা গিরিবালা, এত হেলা কেন শুধি!
ভূতলে প্রপঞ্চ ঘোরে, বাঁধিলি মায়ার ডোরে,
মা বলে ডাকি তোরে, পায়ে পরে কত কাঁদি?
না আছে পুণ্যের ফল, না আছে সাধন বল,
বিশাখের আঁখিজল, তাই দিয়ে তোরে সাধি!
১৫ সেপ্টেম্বর, ২০২৫।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন