বুধবার, ১২ অক্টোবর, ২০১৬

বিজয়ার দিন

বিরহ ও শঙ্কা মিশে যেন গুর্জরী তোড়ী হয়ে গেছে,
বিজয়াতে কার পরাজয় জানি না, কিন্তু জয়ীও কেউ নয়,
প্রেম ও পরাঙ্মুখ বাস্তবতায় অনেক কিছুই যায় মুছে
যা থাকে গালভরা সুহাস্য অভিনয়- সেটুকু 
ভাগাভাগি করে নিই না হয়- এই সন্ধ্যায়।

এভাবে তো আরও একটা অনাগত বিজয়ার দিন
অগ্রীম আবিলতায় একান্তে কিছুক্ষণ ভেবে নেয়া যায়
ভাবা যায় তুমি আছো গা ঘেঁষে, বাইরে মেঘলা বাতাস।
এক টুকরো বেলকনি, ঝড়ের বিন্দু এসে আমাকে শোনায়
তুমি আমি দুজনের কেউই ভাল নেই!

বাইরে দেখ- এই অক্লান্ত পৃথিবীর কিছু অবকাশ-
আজ আর হয় না তো, আমাদের সাথে থেকে দু'মিনিট চোখ-
বুজে নিজের সত্ত্বাটুকু মিলিয়ে নেবার নিজের ভেতর;
আমি বলি 'হে পৃথিবী তোমার ইচ্ছে নেই, তবে এই হোক-
আমি আমার দূরত্বের বৈভব নিয়ে একলা বাঁচি-
আমার মতন বাঁচি মরণের পর!'


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...