বুধবার, ১৯ অক্টোবর, ২০১৬

তোমার চুলের মতন

আমার একটি স্বপ্নও দীর্ঘস্থায়ী হতে পারল না সকাল থেকে দুপুর
দুপুরের স্বপ্নটা কখনো ছুঁতে পারেনি বিকেল।
কিন্তু আমি ঠিকই তোমাকে প্রতিদিন বলেছিলাম দূর মেঘসঞ্চারিনী
আমার বুকে এসো, এখানে শুষ্কতা অঢেল,
তুই ইচ্ছে মত চাইলেই ভিজিয়ে দিতে পারো, আমি ভিজতে রাজি।

আমি আসলে বুঝিনি কোনদিন আমার আকাঙ্ক্ষার মানে
জলের বুদবুদের মত উত্থান পতনকেই আমি ভেবেছি জীবন!
অতি সামান্য যা কিছু মনে হত- আমি পেতেই তো পারি
হতেই তো পারে আমার জন্য ধরণীর কোন এক তুচ্ছ আয়োজন,
কোন না কোন ক্ষণে একদিন প্রকাশিত হবে!
কোণ না কোনদিন এই আধভাঙা তরী-
কারো কূলে ঠাঁইটুকু পাবে।

কিন্তু দেখো কণককমলাভা অতনুমথন প্রেমাপঙ্গদায়িনী
আমি আজও ভূগর্ভপ্রোথিত হুতাশন, কেউ দেখে না, জ্বলে যাই;

ভেতরটা ব্যথায় কালো হয়ে গেছে, তোমার চুলের মতন! 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...