মঙ্গলবার, ১১ মে, ২০২১

স্নেহসুধা করি পান

 

তবে কি দেহান্তে, লুটাইব পদপ্রান্তে,

তদগ্রে ব্যগ্র হয়ে বিষকুম্ভে করি স্নান!

জ্ঞাননেত্রে দিয়ে কালি,

কোথা গেলি ও মা কালী!

মা কি কভু যায় চলে, জন্মে যদি কু-সন্তান?

 

সভয়ে বিশাখ ভনে, দয়া যদি কিঞ্চিৎ মনে

হবে তোর অকিঞ্চনে, দে মা জ্ঞানচক্ষু দান!

অনিমিখে চেয়ে থাকি,

অভয়ে মা বলে ডাকি,

ভবজ্বালা দূরে রাখি, স্নেহসুধা করি পান!

 

 

 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...