আশা ছিল মনে রসরাজ সনে- খাইব বসিয়া রাজভোজ!
ডাকিল না কেহ, করিল না দয়া, এমনি নসিব হররোজ!
অভাগা-শ্রেষ্ঠ, পাতকী বলিয়া, জনে জনে পাই হেলা,
তিনিও নিলেন ঠ্যাং দু’টি তুলে শির হতে এই বেলা!
ওগো অপ্রকাশ, এ কি পরিহাস, করেছ দীনের সাথে,
গুরুরে ছাড়িয়া এককাঠি আগে, তুমি যে পোক্ত চেলা,
আমি যে এখন ডুবিনু পাথারে, তোমারি মন্ত্রণাতে,
মোরে থুই কোথা গ্যালা?
বলেছিলে তুমি- গুরুর কুটীরে পাইব নিমন্ত্রণ,
বিশ্বাস আমি করেছি যদিও, গুরুটি অতি কৃপণ-
বিদিত ধরায়, শত্রু-মিত্রে কহে, মিথ্যা কিছুটি নহে!
তবু তোমারি বাক্যে করিয়া ভরসা, আশায় ভরেছি বুক,
এইভাবে তুমি ঠকাইতে পারো, ঠকাইয়ে পাও সুখ-
তাহা ভাবিনি কদাপি স্বপনে,
এই ছিল তব মনে?
১৪-৫-২০২১
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন