সোমবার, ৩ মে, ২০২১

শতখুন মাফ

 

খুড়ো!

গতরাত্তির থেকে গুণ্ডারাজ!

কান চেপে আর হয় কি রক্ষে

মাথায় যখন পড়ছে বাজ!

 

সুবোধ বালক, আধা-ন্যাকা, কচি-ঘাসফুল-

এক রাত্তিরে মাতাল হয়েছে, দু’হাতে উঁচিয়ে শূল,

বাবা! গণতন্ত্রের পেছনে দিয়েছে গুঁজে,

ঠারেঠোরে নাও বুঝে!

 

সোজা যদি বলি নারাজ হচ্ছে বাবু-সব,

আমি তুমি কে হে! মূর্খ, ছাগল, বেয়াদব-

ডেমোক্রেসির তোমরা কি জানো-

দেখে নাও দিই ডেমো,

তারপর বাছা থেমো!

 

সাদা শাড়ী পড়া দুজ্ঞা ঠাকুর,

কত কাতিক-গনেশ আছে তাঁর!

আমরা তো দাদা, ভেড়া-গরু-গাধা,

নতুবা শ্রাদ্ধের ছাড়া ষাঁড়!

 

খোঁড়া পায়ে কত জোর আছে

সেটা গতরাত্তির থেকে সাফ,

খুঁড়িয়ে চলছে বঙ্গজননী-

তাতে গোটা কয় খুন মাফ!

 

 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...