রবিবার, ২ মে, ২০২১

মিছে ক্রন্দন

 

গভীর তমসা, রাক্ষস-করে খড়্গ,

দীন অমরবর্গ,

রোদন-ধারা প্রপাত-

এই রসাতল যায় ভেসে,

ক্রুরতা ক্রমশ হেসে

খলখল, ঝংকৃত খর সংঘাত,

দহনদগ্ধ দেশে,

শোণিত ক্ষরিত, গলগল!

 

হলাহল,

ওই কলকল ওঠে মন্থনে,

মন্দারে লাগে দোলা,

কোথা বিষপায়ী অমরেশ্বর ভোলা?

ওরে বিষপানে-

কেউ করে না রক্ষা অদ্য!

মরেছি কবেই, প্রেত হয়েছি সদ্য!

 

মরণবহ্নি জেগেছে নিঠুর শ্মশানে,

সুললিত রাগে, লাগে না হৃদয় আর,

বীণাপাণি বীণা বাদনে-

ক্ষান্তি দিয়েছে, এখন অসুর-সংহার-

লীলা-সাধনে,

কৃপাণে দিচ্ছে ধার!

 

সমরবিমুখ প্রেতপ্রায়,

ওরে কবিয়াল!

এই রাত্রি- প্রবল ভয়াল!

মিছে কবিতায় ছন্দ-গাঁথুনি বেঁধে,

পড়ে থাক মিছে কেঁদে!

 

 

 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...