বুধবার, ১৯ মে, ২০২১

কাকলি ফার্নিচার

 কি কথা কহিলি অভাগী কাকলি,

হয়ে গেলি কবে ফার্নিচার?
মিম বানাইছে, ট্রোল করিতেছে
দ্যাখ, ফেসবুকে কত দুরাচার!
ওরে, ধরম করম সকলি পণ্ড,
শান্তি পাইনে আর দু’দণ্ড,
কর্ণকূহরে ধ্বনিতেছে সদা
ওরে, কেবলি কাকলি-হাহাকার!
বলিহারি এই ঘোর কলিকালে,
মত্ত সকলে নিতি গোলেমালে,
অহোনিশি দ্যাখ হরি নাম ভুলে
করে কাকলি-মন্ত্র সার!
‘দামে কম মানে ভাল, কাকলি ফার্নিচার’!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...