বুধবার, ১৯ মে, ২০২১

কাকলি ফার্নিচার

 কি কথা কহিলি অভাগী কাকলি,

হয়ে গেলি কবে ফার্নিচার?
মিম বানাইছে, ট্রোল করিতেছে
দ্যাখ, ফেসবুকে কত দুরাচার!
ওরে, ধরম করম সকলি পণ্ড,
শান্তি পাইনে আর দু’দণ্ড,
কর্ণকূহরে ধ্বনিতেছে সদা
ওরে, কেবলি কাকলি-হাহাকার!
বলিহারি এই ঘোর কলিকালে,
মত্ত সকলে নিতি গোলেমালে,
অহোনিশি দ্যাখ হরি নাম ভুলে
করে কাকলি-মন্ত্র সার!
‘দামে কম মানে ভাল, কাকলি ফার্নিচার’!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আমায় তুমি করছ আড়াল

  আমায় তুমি করছ আড়াল আঁচল ছায়ে তোমার কোলে, আমি বড়ই অধীর বাইরে যেতে বড়ই  ব্যাকুল, দুষ্ট ছেলে! বিশ্বভুবন দিচ্ছে সাড়া- 'ও তুই চোখ খুলে...