কতবার কত
ভুলে হয়েছি শরণাগত,
ভাঙাবুকে
মরা আশা কড়া নাড়ে অবিরত;
কবাট খুলে
যে দেখি সাহসে ভরসা নাই,
ফেরালে সে
যায় চলে যে আসে আগেরই মত,
ফিরে ফিরে
যারে চাই…
মিছেমিছি
লয় ধরে সুরে দুলি দিবারাত,
অনিমিখে
চেয়ে আছি, ভেতরে জলপ্রপাত,
বেঁধে ধরে
অন্তরে নেমে তা’য় করি স্নান,
ওরে বজ্র
লেগেছে গায়, অসহ বেদনাঘাত,
তবু কপট
সুখের গান…
হাসিমুখে
ঠোঁটে রাখি, বিষের তটিনীধারা
প্লাবিত
হয়েছি আমি, ডুবেছি রে কূলহারা!
কি জানি
কোথায় আছি, কোথায় বা আমি যাই
কে জানে
কে দেবে সাড়া
এত যে কারে
শুধাই!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন