সোমবার, ১৭ মে, ২০২১

ট্যাংরা মাছের ঠ্যাং



ট্যাং ট্যাং ট্যাং ট্যাংরা মাছের ঠ্যাং!
ঘাসফড়িং এর পিত্তি খেয়ে উল্টে আছে ব্যাঙ!
ঘুমের মাঝে দেখছি কি ভাই মস্ত একটা গরু!
পা’গুলো তার ডাইনোসরের, লেজটা ভীষণ সরু!
শিং বাগিয়ে মারতে এলো, দিলাম কষে ল্যাং!
ট্যাং ট্যাং ট্যাং ট্যাংরা মাছের ঠ্যাং!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আমায় তুমি করছ আড়াল

  আমায় তুমি করছ আড়াল আঁচল ছায়ে তোমার কোলে, আমি বড়ই অধীর বাইরে যেতে বড়ই  ব্যাকুল, দুষ্ট ছেলে! বিশ্বভুবন দিচ্ছে সাড়া- 'ও তুই চোখ খুলে...