ট্যাং ট্যাং ট্যাং ট্যাংরা মাছের ঠ্যাং!
ঘাসফড়িং এর পিত্তি খেয়ে উল্টে আছে ব্যাঙ!
ঘুমের মাঝে দেখছি কি ভাই মস্ত একটা গরু!
পা’গুলো তার ডাইনোসরের, লেজটা ভীষণ সরু!
শিং বাগিয়ে মারতে এলো, দিলাম কষে ল্যাং!
ট্যাং ট্যাং ট্যাং ট্যাংরা মাছের ঠ্যাং!
যা মনে আসে লিখি। ভাল লাগলেও লিখি, না লাগলেও লিখি। কারো ভাল লাগা না লাগার ওপর আমার কোন ঔৎসুক্য বা অভিমান নেই!
বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন