বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২

নিশিদিন শ্যামা বাখান গায়

 

নৃকর বসন, নৃ-শির ভূষণ, বিকট দশন, সমরে ধায়!

ভীত দনুগণ; অনুগত জন- চরণে সতত শরণ পায়!

 

লক লক লক লোল রসনে, ধিকি ধিকি ধক ধিকি হুতাশনে

নয়নত্রয়ে ভুবনত্রয়ে পলকে পলকে দহিয়া যায়!

 

পদতলে পতি পতিত ধিয়ানে, হেন রূপ ভনে মুনি গণে

বিশাখ প্রণত পদে অবনত নিশিদিন শ্যামা বাখান গায়।

 

 

 

 

 

 

 

 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

গ্রাস

  বুঝি আর আমাকে দিয়ে হবে না কিছুই। অসময়ে, অনাহুত, অতি অনভিপ্রেত জানি, সমস্ত বিবাদী উষ্মার অন্তরালে হারিয়ে যাব আমার এ যাবৎ যতনে গড়া সুরের ...