সোমবার, ৭ মার্চ, ২০২২

মানুষ

 

মানুষের মনে আঁধার ঘনায়,

মানুষের মনে সন্দ’!

মানুষের ঘায়ে ব্যথিত মানুষ,

মানুষের বুকে দ্বন্দ্ব!

 

মানুষ এনেছে কত কত পুঁথি,

মানুষ লিখেছে লাখ কোটি রীতি,

মানুষ হিংস্র মানুষেরই প্রতি,

মানুষেতে ভাল মন্দ!

 

মানুষ গড়েছে বধির দেবতা,

দেবতার পায়ে বলি স্বাধীনতা

মানুষ দিয়েছে, মানুষের ব্যাথা

ভেজা রক্তের গন্ধ!

 

 

 

 

 

 

 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আমায় তুমি করছ আড়াল

  আমায় তুমি করছ আড়াল আঁচল ছায়ে তোমার কোলে, আমি বড়ই অধীর বাইরে যেতে বড়ই  ব্যাকুল, দুষ্ট ছেলে! বিশ্বভুবন দিচ্ছে সাড়া- 'ও তুই চোখ খুলে...