বুধবার, ২৩ মার্চ, ২০২২

যদি কোলে লও

 

আমারে রাখিবে পিছে,

আমারে টানিবে নীচে,

মায়ায় ভুলাবে মিছে,

এতে যদি মাগো প্রীত হও;

আঁখি মুদে আমি মেনে নেব সবই

দিবাশেষে যদি কোলে লও।

 

আঘাতে কাঁদিব আমি,

সকলই ফিরিবে বুক হতে মোর

তোমারি চরণে নমি।

আমি বুকভাঙা কথা কহিব না আর

তুমি কানে কানে যদি কথা কও।

আঁখি মুদে আমি মেনে নেব সবই

দিবাশেষে যদি কোলে লও।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আমায় তুমি করছ আড়াল

  আমায় তুমি করছ আড়াল আঁচল ছায়ে তোমার কোলে, আমি বড়ই অধীর বাইরে যেতে বড়ই  ব্যাকুল, দুষ্ট ছেলে! বিশ্বভুবন দিচ্ছে সাড়া- 'ও তুই চোখ খুলে...